রাজ্যে আড়াই হাজার কোটি বিনিয়োগ করবেন সৌরভ, মাদ্রিদে ঘোষণা মহারাজের

রাজ্যে আড়াই হাজার কোটি বিনিয়োগ করবেন সৌরভ, মাদ্রিদে ঘোষণা মহারাজের

sourav ganguly

মাদ্রিদ: বিদেশি লগ্নি টানতে স্পেনে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে সফরসঙ্গী হয়েছেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়৷ শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি লা লিগার সঙ্গেও বৈঠক হয় মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে  সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না৷ কিন্তু এর বাইরে যেটা হল, সেটা অনেকেরই কল্পনার বাইরে। শুক্রবার স্পেনের মাটিতে দাঁড়িয়েই বাপি বাড়ি যা স্টাইলে ছক্কা হাঁকিয়ে দিলেন মহারাজ। মহারাজের মেজাজ দেখল স্পেন৷ 

সৌরভের ঘোষণা, আগামী ৬ মাসের মধ্যে বাংলায়  নতুন ইস্পাত কারখানা গড়ে তুলবেন তিনি। এর জন্য আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন তিনি। তাঁর কথায়, “এই কারখানা গড়ে উঠলে প্রাথমিক পর্যায়ে ৬ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।”

সাম্প্রতিক কালে দেখা গিয়েছে, ওয়্যারহাউজ, প্যাকেজিং ইত্যাদি ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ এসেছে। কিন্তু উৎপাদনের ক্ষেত্রে ভান্ডার ছিল ফাঁকা। সৌরভের ঘোষণা অনুযায়ী, এবার রাজ্যে উৎপাদন শিল্প গড়ে উঠবে। যা কিনা আবার শ্রম নির্ভর। বাংলা ছেড়ে যখন হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে রওনা দিচ্ছে, তখন এত বড় বিনিয়োগের ঘোষণা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷ 

সৌরভ জানান,  জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, জিন্দলরা সেই জমিতে এখনও কারখানা গড়ে তুলতে পারেনি। সেখানেই কারখানা হবে তাঁর। এদিকে, শালবনিতে যে নতুন শিল্প আসতে চলেছে সেই ইঙ্গিত পঞ্চায়েত ভোটের আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী শিল্প তা বোঝা যাচ্ছিল না৷ এতদিনে স্পষ্ট হল, কী ধরনের শিল্পের কথা মাথায় রেখে এ কথা বলেছিলেন মমতা। মনে করা হচ্ছে, আগেই হযতো সৌরভের সঙ্গে এ বিষয়ে কথা হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =