কলকাতা: মহারাজের জমি দখলকে কেন্দ্র করে হুলস্থূল বাটানগরে৷ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত৷ এই জমি দখলকে কেন্দ্র করে সৌরভের আপ্ত সহায়ককে হুমকি দেওয়া হয়েও বলেও অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অনেক দিন আগেই বাটানগরে একটি জমি কিনেছিলেন সৌরভ৷ জানা গিয়েছে, ওই জমিটিতে একটি স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু, এই জমি ঘিরে দুষ্কৃতীদের সঙ্গে বিবাদ ছিল নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, সৌরভের ওই জমিতে ঢুকে দিনের পর দিন অসামাজিক কাজ করে চলেছে দুষ্কৃতীরা। সোমবারও তেমনই ঘটনার পুরনরাবৃত্তি ঘটে৷
অভিযোগ উঠতেই, সুপ্রিয় ভৌমিক বলে একজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, সৌরভের জমির মধ্যে ঢুকে সেখানে বসে মদ্যপান করেন সুপ্রিয় ও তার বন্ধুরা। তাদের বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের মারধর করে পালায় তারা। এই ঘটনায় সুপ্রিয়র পাল্টা অভিযোগ, নিরাপত্তারক্ষীরাই ওখানে নানান দুষ্কর্ম কাজ করতেন। গোটা ঘটনায় উদ্বেগে সৌরভ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>