তাঁর জায়গায় আসছেন রজার, সেই বিনিকে নিয়েই মশকরা সৌরভের

তাঁর জায়গায় আসছেন রজার, সেই বিনিকে নিয়েই মশকরা সৌরভের

কলকাতা:  মেয়াদ এখনও ফুরোয়নি৷ কিন্তু, বোর্ডের সভায় ঠিক হয়ে গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আর বিসিসিআই সভাপতি পদে থাকছেন না৷  তাঁর জায়গায় আসছেন ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি৷ এত ঝড়ের মধ্যেও সহজাত রসিকতা ভোলেননি মহারাজ। 

আরও পড়ুন- ফের ফিরবেন মহারাজ, বললেন, ‘থেমে থাকব না’

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভকে কার্যত কাঠগড়ায় তোলা হয়েছে। নতুন করে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কার্যত শেষ। তাঁর পরিবর্তে  রজার বিনির নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা। ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি পদে বসেছিলেন ৫০ বছরের এই কিংবদন্তি ক্রিকেটার। তার আগে চার বছরের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে ছিলেন সৌরভ৷ 

বৃহস্পতিবার বাইপাসের ধারে বন্ধন ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে  যোগ দিয়েছিলেন সৌরভ। সেখানে বন্ধন ব্যাঙ্ক তাঁকে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করে। ওই অনুষ্ঠানে সৌরভ তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন৷ খেলা থেকে ধারাভাষ্য, কেরিয়ারের সেরা স্মৃতিগুলি উপস্থিত মানুষের সঙ্গে ভাগ করে নেন। এমনই এক মুহুর্তে সৌরভের সামনে একটা ভিডিয়ো প্রদর্শন করা হয়। যেখানে রাহুল দ্রাবিড় এবং হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্য করছিলেন মহারাজ। সেখানে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের একটি ক্লিপিংও ছিল। যেখানে  জো রুটকে বল করছেন স্টুয়ার্ট বিনি। উইকেটের পিছনে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি।