কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় ওতরফে বালুর বিরুদ্ধে রেশন দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয় বলেই মনে করেন বিমান। প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পর থেকে বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করছেন বনমন্ত্রীও৷
মঙ্গলবার বিধানসভায় সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে বিমান বন্দ্যোপাধ্যায়ের সাফ বলেন, “জ্যোতিপ্রিয় যে নির্দোষ, তিনি নিজেও বারেবারে সে কথা বলে আসছেন। আমারও মনে হয়, জ্যোতিপ্রিয় যে কথা বলছেন, তার একটা সারবত্তা রয়েছে। তিনি এত জোর দিয়ে কথাগুলো বলছেন৷ দেখা যাক, আগামী দিনে কী হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, জ্যোতিপ্রিয় মল্লিক অনেক খোলামেলা মানুষ। আমার মনে হয় না, এমন ঘটনায় ওর কোনও ইনভলমেন্ট থাকতে পারে।”