দুর্বল হচ্ছেন ইউনুস! মৌসবাদীদের চাপে ইসলামিক স্টেট হয়ে উঠবে বাংলাদেশ? আশঙ্কায় নয়াদিল্লি

কলকাতা: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে গদিচ্যুত হন শেখ হাসিনা৷ মুজিব-কন্যা ইস্তফা দিতেই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সে দেশের সেনা প্রধান৷ সেই মতোই অন্তর্বতী…

Bangladesh interim government

কলকাতা: ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে গদিচ্যুত হন শেখ হাসিনা৷ মুজিব-কন্যা ইস্তফা দিতেই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সে দেশের সেনা প্রধান৷ সেই মতোই অন্তর্বতী সরকার৷ যার প্রধান করা হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে৷ তিনি ক্ষমতায় আসার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু, পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, তা ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে৷

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস যতই পরিস্থিতিকে স্থিতিশীল করার চেষ্টা করুন না কেন, তিনি ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। মাথাচাড়া দিচ্ছে মৌলবাদী কট্টরপন্থীরা৷ বাংলাদেশকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার জন্য  ভীষণ ভাবে চাপ বাড়ছে। গোটা বিষয়টা তাঁদের কাছে স্পষ্ট হলেও, এ নিয়ে মুখে কুলুপ ইউনুসের সতীর্থদের। পরিস্থিতি যা, তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা রীতিমতো চ্যালেঞ্জের। ঢাকা থেকে যে রিপোর্ট উঠে এসেছে, তা বিশ্লেষণ করে এমটাই আশঙ্কা করছে নয়াদিল্লি৷ কূটনৈতির সূত্রে তা জানা গিয়েছে৷