ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! চুপিসারে সেরে নিলেন হৃদয়ের বাগদান?

ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! চুপিসারে সেরে নিলেন হৃদয়ের বাগদান?

কলকাতা:  শ্রাবন্তীর জীবনে প্রেম এসেছে বেশ কয়েকবার৷ কিন্তু বারেবারেই তা ভেঙে গিয়েছে৷ তাঁর তৃতীয় স্বামী রোশনও এখন অতীত৷ তবে জোড় কানাঘুষো, সদ্য রাজনীতিতে পা রাখা শ্রাবন্তী নাকি আবার প্রেমে পড়েছেন৷ বসন্ত ধরা দিয়েছে তাঁর জীবনে৷ চুপিসারে সেরে ফেলেছেন হৃদয়ের বাগদান৷ 

আরও পড়ুন-  কিরণের ক্যানসার, করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী! প্রচন্ড উদ্বেগ ভক্তদের

জানা গিয়েছে, বাইপাসের ধারে যে বহুতল এখন শ্রাবন্তীর ঠিকানা, সেখানেই থাকেন তাঁর মনের মানুষ৷ প্রথমসারির এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীকে নাকি চুপিসারে মন দিয়ে দিয়েছেন শ্রাবন্তী৷ আর রোশন? তাঁর সঙ্গে আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও গত অক্টোবর মাস থেকেই তাঁর ভিন্ন পথের পথিক৷   

প্রসঙ্গত, শ্রাবন্তীর জীবনে প্রথম প্রেম পরিচালক রাজীব কুমার বিশ্বাস৷ ২০০৩ সালে খুব অল্প বয়সে রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী৷ দীর্ঘ ১৩ বছর সংসার করার পর ২০১৬ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়৷ তাঁদের একমাত্র সন্তান ঝিনুক৷ এর পর অভিনেত্রীর জীবনে আসেন মডেল কৃষ্ণ বিরাজ৷ তবে সেই বিয়েই বেশি দিন টেকেনি৷ তিন মাসের মধ্যেই সম্পর্কে চিড় ধরে৷ এর পর কেবিল ক্রু রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ কিন্তু সেই সম্পর্কেও শেষ পেরেক পোঁতার অপেক্ষা৷ তবে শ্রাবন্তীর কাছের মানুষরা বলেন, মন দিতে বেশি দেরী করেন না তিনি৷ তাই ফের তাঁর জীবনে উঁকি দিয়েছে বসন্ত৷ 

আরও পড়ুন- ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ‘সিনড্রেলা’ লুকে আগুন ঝরালেন সারা

সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিরূপ একটি বেসরকারি সংস্থার মালিক৷ অন্যদিকে, এখন ভোটের কাজে পুরোদমে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী৷ তবে তাঁর ফাঁকেই সেরে ফেলেছেন সম্পর্কের একমাস পূর্তির অনুষ্ঠান৷ ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতে শুরু করেছেন শ্রাবন্তী-অভিরূপ৷ তবে অভিরূপের প্রোফাইল লক রয়েছে৷ 
শ্রাবন্তী ও অভিরূর এক আবাসনে থাকলেও থাকেন পৃথক টাওয়ারে৷ এতদিন তাঁদের সম্পর্ক হাই-হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ ছিল৷ তবে এবার সেই গন্ডি টপকে নাকি অনেক দূর এগিয়ে গিয়েছেন তাঁরা৷ যদিও শ্রাবন্তীর ঘনিষ্ঠ মহলের দাবি, অভিরূপ নেহাতই ভালো বন্ধু তাঁর৷ প্রেমে পড়ার সময় নেই শ্রাবন্তীর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =