Sreebhumi puja inauguration by Mamata
কলকাতা: রাত পোহালেই মহালয়া৷ দেবীপক্ষের শুরু৷ তবে তাঁর আগেই উদ্বোধন হয়ে গেল শ্রীভূমির পুজো৷ প্রতি বছরের মতো এবারও মহালয়ার আগেই শ্রীভূমির পুজো উদ্বোধন করলেন মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধন করলেও, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। (Sreebhumi puja inauguration by Mamata)
মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না Sreebhumi puja inauguration by Mamata
মমতা বলেন, ‘‘বন্যার জল, খাবার জলে মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। তাই উৎসবের মধ্যেও দুর্গত মানুষের পাশে থাকতে হবে।”
একই সঙ্গে শ্রীভূমির মঞ্চ থেকেই দমকলের নতুন দুটি স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, মহালয়ার পর থেকে আমি উদ্বোধনের কাজটা করি। কিন্তু দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল। এটাও জরুরি কাজ। তাই আগেই উদ্বোধন করলাম।’’
আরও পড়ুন-
ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের!
আর অনুব্রতে ইডির অন্য পদক্ষেপ! ‘সেটিং’ নাকি?
Bengal: Sreebhumi Puja inaugurated by CM Mamata Banerjee before Mahalaya 2024. Despite the festive spirit, she expressed deep concern over the flood situation in the state. Additionally, she inaugurated two new fire stations, emphasizing the importance of emergency services.