‘‘শ্রীলেখা মাসির রেট কতো?’’ অশ্লীল পোস্টে ঝড় নেটপাড়ায়, ফাঁস ফোন নম্বর

‘‘শ্রীলেখা মাসির রেট কতো?’’ অশ্লীল পোস্টে ঝড় নেটপাড়ায়, ফাঁস ফোন নম্বর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ফের অশালীন আক্রমণ৷ এবার নিশানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র৷ ফেসবুকে কটূক্তি করে কুরুচিকর ভাষায় পোস্ট করা হল শ্রীলেখার নামে৷ পাশাপাশি ফাঁস করে দেওয়া হল তাঁর মোবাইল নম্বর৷ উল্লখ্য, ভোট মরশুমে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকা প্রার্থীদের ফোন নম্বর৷ কিন্তু তাঁরা সকলেই ছিলেন তৃণমূল ও বিজেপি’র৷ তবে এই ‘খেলা’য় নাম ছিল না কোনও বাম নেতার৷ সে কারণেই মনে করা হচ্ছিল, এর পিছনে রয়েছে বামেদেরই হাত৷ তবে এদিন বাম সমর্থন শ্রীলেখার ফোন নম্বর ফাঁস হতেও ঘুরল হাওয়া৷ 

আরও পড়ুন- ফের বলিউডে করোনা হানা, প্রয়াত জনপ্রিয় অভিনেতা

তবে সোশ্যাল মিডিয়ায় শুধু শ্রীলেখার নম্বর ফাঁসই নয়, তাঁকে আক্রমণ করা হল বেনজির ভাষায়৷ ওই পোস্টি জনৈক ব্যক্তি লিখেছেন, ‘‘ভাত চাই৷ শ্রীলেখা মাসিকে call করুন৷’’ ওই পোস্টে আরও লেখা হয়েছে,  ‘‘জানতে চান এখন ওঁনার রেটটা কী চলছে? একজনের সঙ্গে কতো, আর দু’জনের সঙ্গে কতো?’’ এই অশ্লীল পোস্ট ভাইরাল হতেই কড়া জবাব দেন শ্রীলেখা। ওই পোস্ট কর্তাকে ‘বোনপো’ বলে সম্বোধন করেন শ্রীলেখা৷ তিনি লেখেন, শুধু ভাত কেন, কোভিড সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত তিনি। তবে আপনি ওই ব্যক্তিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন শ্রীলেখা বলেন,  কোনও বিরোধী শিবিরের অনুপ্রেরণায় এহেন অশালীন ভাষায় আক্রমণ করলেন তিনি? সাফ জানতে চান, ‘‘তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার সম্পর্কে এই ভাষায় কথা বললে?’’ পাশাপাশি কলকাতা পুলিশের সাইবার সেলেও অভিযোগ জানান তিনি৷ 

আরও পড়ুন- ছেলে অগস্ত্যকে নিয়ে সুইমিং পুলে ‘জলপরী’ নাতাশা, আগুন ঝড়ল ইনস্টায়

উল্লেখ্য সপ্তম দফা ভোটের দিন  মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো হেভিওয়েট নেতাদের  পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল তারকা প্রার্থী রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তদের ফোন নম্বর৷ তবে কোনও বাম নেতার নম্বর ফাঁস হয়নি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + two =