সুপ্রিম কোর্টে ৫,২৫০ হয়ে গেল ৮,৮৬১! অযোগ্য শিক্ষকদের সংখ্যা বদলের কোনও ব্যাখ্যা নেই SSC-র কাছে

সুপ্রিম কোর্টে ৫,২৫০ হয়ে গেল ৮,৮৬১! অযোগ্য শিক্ষকদের সংখ্যা বদলের কোনও ব্যাখ্যা নেই SSC-র কাছে

imagesmissing

কলকাতা: সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে সাময়িক স্বস্তি মিলেছে৷ তবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) যোগ্যদের তালিকা প্রমাণ-সহ প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন বন্ধ করতে চান না শিক্ষকেরা।

মঙ্গলবার শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে, তাতে ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর৷ কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের গোটা প্যানেল৷ যদিও এসএসসি ইতিমধ্যেই অযোগ্য হিসাবে ৫,২৫০ জনকে চিহ্নিত করেছে৷ কিন্তু মঙ্গলবার সিবিআই-এর রিপোর্ট উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চকে এসএসসি জানায়, ২০১৬ সালে বেআইনি নিয়োগের সংখ্যাটা ৮,৮৬১টি। কী ভাবে একলাফে এতটা বদলে গেল অযোগ্যদের সংখ্যা? স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷ তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। অথচ, ২০১৬ সালে বেআইনি নিয়োগ নিয়ে এসএসসি-র কাছ থেকে অযোগ্যদের তালিকা না পেয়েই গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কড়া নড়ে এসএসসি, রাজ্য সরকার এবং চাকরি হারা শিক্ষকেরা। 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *