কলকাতা: দুর্নীতির দায়ে ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এই সকল প্রার্থীকে আর স্কুলে ঢুকতে দেওয়া যাবে না! শুক্রবার এমনটাই জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ শুধু তাই নয়, তাঁর নির্দেশ মেনে এবার থেকে বেতনও বন্ধ হবে ওই কর্মীদের৷ উপরন্তু, এতদিন যে বেতন পেয়েছেন, সেই টাকাও ফেরত দিতে হবে মাসে মাসে। বিচারপতি আরও নির্দেশ দেন, প্রয়োজনে হেফাজতে নিয়ে তাঁদের জেরাও করবে সিবিআই। পাশাপাশি আরও একটি তাৎপর্যপূর্ণ কথা বলেন বিচারপতি৷ তিনি বলেন, এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে যে ৬০৯ জনের চাকরি গিয়েছিল, তাঁদের জায়গায় নতুনদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? জানুন
এদিন ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘এঁদের নিজে থেকে চাকরি ছাড়ার সুযোগ দিয়েছিল আদালত। কিন্তু তাঁরা সেটা করেনি।’ পাশাপাশি তিনি আরও জানান, আগামী দিনে এঁদের অন্য কোনও চাকরিতে পুলিশ ভেরিফিকেশন করতে হলে আদালতের অনুমতি প্রয়োজন৷
পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুবীরেশকে এই মামলায় যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পরিবারকে নিয়ে যদি তাঁর কোনও ভীতি থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেছে আদালত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
