অর্থার রোডে সাধারণ কয়েদি তিনি, কী ভাবে দিন কাটছে শাহরুখ পুত্র আরিয়ানের?

অর্থার রোডে সাধারণ কয়েদি তিনি, কী ভাবে দিন কাটছে শাহরুখ পুত্র আরিয়ানের?

মুম্বই:  বন্দিদশা থেকে এখনই রেহাই মিলছে না তাঁর৷ ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন মঞ্জুর করলে সপ্তাহ শুরুর আগেই বাড়ি ফিরতে পারতেন আরিয়ান৷ কিন্তু তেমনটা ঘটল না৷ তাঁকে নিয়ে যাওয়া হল আর্থীর রোড জেলে৷ আর পাঁচজন কয়েদির মতোই জেলের চার দেওয়ালে থাকতে হবে শাহরুখ-পুত্রকে৷ আর্থার রোড জেলের নিয়ম কানুনের উর্ধে নন তিনিও৷ করোনাকালে আপাতত নির্বতবাসে রাখা হবে তাঁকে৷ তবে তারকা সন্তানের জন্য কোনও বিশেষ আয়োজন থাকবে না সেখানে৷ অক্ষরে অক্ষরে মেনে চলতে হচ্ছে জেলের নিয়ম৷ কী ভাবে দিন কাটবে আরিয়ানের? 

আরও পড়ুন- ‘বিগ বস’-এর মঞ্চে ইন্টারনেট সেনশেসন ইওহানি! ‘মানিকে মাগে হিথে’ শিখলেন সাল্লু ভাই

প্রতিদিন নিয়ম করে সকাল ৬টায় ঘুম থেকে তুলে দেওয়া হবে শাহরুখ-পুত্রকে৷ ৭টায় মিলবে প্রাতঃরাশ৷ বেলা ১১টার মধ্যে দিয়ে দেওয়া হবে দুপুরের খাবার৷ জেলে কয়েদিদের জন্য যা রান্না হবে, তাই খেতে হবে আরিয়ানকেও৷ কারণ সেখানে বাইরের খাবার সম্পূর্ণ নিষিদ্ধ৷ দুপুর ও রাতের খাদ্য তালিকায় থাকবে, ভাত, ডাল, রুটি এবং সবজি৷ খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে দেওয়া হয় জেলের কয়েদিদের৷ কিন্তু আরিয়ান ও তাঁর সঙ্গীরা সেই সুযোগ পাবেন না৷ ৩ থেকে ৫ দিন আইসোলেশনে থাকার পর তাঁরাও ঘোরাফেরার সুযোগ পাবেন৷ 

আরিয়ান

এদিকে সন্ধে ৬টা বাজলেই দিয়ে দেওয়া হবে রাতের খাবার৷ বরাদ্দ খাবারের পরেও বড়তি খাবার নিতে হলে ক্যান্টিনে টাকা দিতে হবে আরিয়ানদের৷ বিলাসবহুল জীবন এখন আরিয়ানের কাছে স্বপ্ন৷ বাস্তব জেলের চারদেওয়াল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =