কলকাতা: বাংলাজুড়ে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। দায়িত্ব নেওয়ার পরই গত বৃহস্পতিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্যের নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা৷ শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমার পর্ব৷ প্রথম দিন থেকেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে অশান্তির ছবি৷ সেই অশান্তি রুখতেই কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার থেকে মনোনয়ন পেশের প্রতিটি কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হবে বলে জানিয়েছে কমিশন।
সূত্রের খবর, আজ, সোমবার থেকেই নির্বাচন কমিশন এই নিয়ম বলবৎ করতে চলেছে। এই মর্মে রবিবার রাতেই রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও কমিশন সূত্রে খবর।
বেশ কিছুদিন টালবাহানার পর বুধবার রাজ্য নির্বাচন কমিশনে নতুন কমিশনার হিসেবে রাজীব সিনহার নামে সিলমোহর দেয় রাজভবন। আর বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে দেন নয়া কমিশনার। তিনি জানান, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। শুক্রবার থেকেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ১৫ তারিখ মনোয়ন জমা দেওয়ার শেষ তারিখ৷
হঠাৎ করেই নির্বাচনের দিন ঘোষণা ও মনোয়ন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বিরোধীরা। নির্বাচন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক না ডাকা নিয়েও সরব বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা করেছে বিজেপি-কংগ্রেস।
এদিকে, নির্বাচন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। মুর্শিদাবাদের খড়গ্রামে আবার কংগ্রেস কর্মী খুন হয়েছে৷ এই অবস্থায় কড়া পদক্ষেপ করতে চলেছে কমিশনের৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>