পঞ্চায়েতে প্রথমবার ‘পিঙ্ক বুথ’, গোলাপি ভোট কেন্দ্রে চমক

পঞ্চায়েতে প্রথমবার ‘পিঙ্ক বুথ’, গোলাপি ভোট কেন্দ্রে চমক

 কলকাতা: পুরসভার ভোটের পর পঞ্চায়েত৷ রাজ্যে ফের দেখা যাবে পিঙ্ক বুথ৷ রাজ্যে পুরসভার নির্বাচনের পর এই বিষয়টি নিয়ে সে ভাবে আর চর্চা হয়নি। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামাম বাজতেই ফের চর্চায় পিঙ্ক বুথ৷ আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। আর সেখানেই দেখা যাবে পিঙ্ক বুথ৷ চলছে আয়োজন৷ এই খবর প্রকাশ্যে আসতেই ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। কিন্তু পিঙ্ক বুথ আসলে কী? গ্রামবাংলার বহু মানুষ এখনও এই বিষয়ে অজ্ঞাত৷

রাজ্য নির্বাচন কমিশনের তরফে ‘পিঙ্ক বুথ’ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে গোলাপি রঙের বুথ দেখা যায়নি৷ এবারই প্রথম৷ এই পিঙ্ক বুথ আসলে সম্পূর্ণ মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত হয়ে থাকে।  মূলত মহিলা ভোটাররা যাতে বেশি করে গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত৷ পঞ্চায়েত ভোটে এমন বেশ কয়েকটি বুথ থাকবে৷ তবে রাজ্যে পিঙ্ক বুথের সংখ্যা কত হবে, সেটা অবশ্য স্পষ্ট করেনি রাজ্য নির্বাচন কমিশন৷ 

কেমন হবে পিঙ্ক বুথ? এই বুথটি মোড়া থাকবে গোলাপি কাপড়ে৷ প্রত্যেকটি টেবিল ঢাকা থাকবে গোলাপি চাদরে৷ চারিদিকে লাগানো থাকবে গোলাপি বেলুন৷ এখানে যে মহিলারা ভোটকর্মী হিসাবে দায়িত্ব পালন করবেন, তাঁদের পরনেও থাকবে গোলাপি শাড়ি। বাইরে থেকে দেখলেই বোঝা যাবে এটা পিঙ্ক বুথ৷ সেটা দেখেই মহিলারা এখানে এসে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।