‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’! শীর্ষ আদলতে বক্তব্য রাজ্য নির্বাচন কমিশনের

‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’! শীর্ষ আদলতে বক্তব্য রাজ্য নির্বাচন কমিশনের

 কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে যে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। সেই মতোই সোমবার সকালে সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত আবেদন পেশ করে রাজ্য নির্বাচন কমিশন৷ শীর্ষ আদালতে তাঁদের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।’’  এপ পরে রাজ্যের তরফে এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। মঙ্গলবারই মামলার শুনানির সম্ভাবনা৷ 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যেই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করা হয়৷ আদালতের নির্দেশ ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী আনানোর বন্দোবস্ত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জামাতে হবে। কলকাতা হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে কমিশনের বক্তব্য, ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়া তাদের কাজ নয়।

কমিশনের আবেদন শোনার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেন, ‘‘৪৮ ঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় লাগলে হাই কোর্টে গিয়ে বলুন। সেখানে সময় চান।’’ কিন্তু কমিশন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাদের এক্তিয়ার নিয়ে পাল্টা যুক্তি দেয় সুপ্রিম কোর্টে।