কলকাতা: রাজারহাটের ধাঁচে এবার বিশ্বমানের আইটি হাব গড়ে উঠবে উত্তরবঙ্গে৷ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার নবান্নে ছিল মন্ত্রীগোষ্ঠীর বৈঠক৷ সেই বৈঠকে এই পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজারহাটের মতো উত্তরবঙ্গেও তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র তথা আইটি হাব তৈরি হবে। এই কাজের জন্য বর্ষীয়ান আইপিএস অফিসার তথা তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে বিশেষ দায়িত্বও দেন মুখ্যমন্ত্রী।
আইটি হাব গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই উত্তরবঙ্গে জমি দেখার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে পাট্টাও তৈরি হয়ে গিয়েছে৷ দার্জিলিং, কালিম্পং, মিরিকেও জমি দেখার কাজ চলছে৷ নবান্ন সূত্রে জানা যাচ্ছে, তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমারকে খসড়া প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টিই চলবে তাঁর তত্ত্বাবধানে৷