করোনাকালে বহু বিয়ে অবৈধ, ডিভোর্স দিয়ে ফের গাঁটছড়া বাঁধার নোটিস রাজ্যের!

করোনাকালে বহু বিয়ে অবৈধ, ডিভোর্স দিয়ে ফের গাঁটছড়া বাঁধার নোটিস রাজ্যের!

 কলকাতা: করোনাকালে বিয়ে হয়েছিল তাঁদের৷ কিন্তু সেই বিয়ে সম্পূর্ণ বৈধ নয়৷ অন্তত ১৫টি দম্পতির এখন ‘ভজঘট’ অবস্থা। তাঁদের বিয়ের শংসাপত্রে গরমিল খুঁজে পেয়েছে রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিস। পাশাপাশি প্রায় ১৪ হাজার ম্যারেজ সার্টিফিকেটে ভুল ধরা পড়েছে ভুল। যা নিয়ে সমস্যায় পড়েছেন দম্পতিরা।

আইন দফরের রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিস সূত্রে খবর, ওই ১৫টি দম্পতির বিয়ের শংসাপত্র পুরোপুরি বৈধ বলে গণ্য করা যাচ্ছে না। ফলে ভবিষ্যতে পেনশন বা পিএফের টাকা, সম্পত্তির মালিকানা কিংবা কর্মরত অবস্থায় স্বামীর মৃত্যু হলে স্ত্রীয়ের চাকরি পেতে সমস্যা হবে৷ রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ স্ক্রুটিনিতে স্বয়ংক্রিয়ভাবে ভুলে ভরা ম্যারেজ সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। 

উল্লেখ্য, কোভিডকালে, ২০২০ থেকে ২০২২ সালের ১৫ মের মধ্যে ইস্যু হওয়া প্রায় ২১ হাজার ১০৭টি বিয়ের শংসাপত্রে ভুলচুখ রয়েছ৷ এর মধ্যে ৭১০৭টির সংশোধন সম্ভব হলেও, বাকিগুলির সম্ভব হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের ক্ষেত্রে তিনজন সাক্ষীর সইয়ের প্রয়োজন। এই ১৫টি দম্পতির ক্ষেত্রে সাক্ষীর সইয়ের জায়গায় অসংলগ্ন কয়েকটি অক্ষর লেখা রয়েছে মাত্র৷ এছাড়াও নিয়ম অনুযায়ী, পাত্রপাত্রীর সঙ্গে ম্যারেজ অফিসারের ছবি অনলাইনে আপলোড করতে হয়৷ এই ১৫টি ক্ষেত্রে তা হয়নি। তাই এই ১৫ দম্পতির ম্যারেজ সার্টিফিকেট এখন  মূল্যহীন।

এই পরিস্থিতিতে রেজিস্ট্রার বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, ‘আইন অনুযায়ী, বিয়ের শংসাপত্র বাতিল করার কোনও ক্ষমতা রেজিস্ট্রার অফিসের থাকে না৷  এমনকী নির্দিষ্ট সময়ের পর তা সংশোধন করারও উপায় থাকে না। ফলে একমাত্র উপায় এখন ডিভোর্স করে পুনরায় বিয়ে করা।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =