সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, প্রস্তুতি চরমে, সাজগোজ থেকে মেনু, চমক চান সুজাতা

সৌমিত্র অতীত! দ্বিতীয় বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, প্রস্তুতি চরমে, সাজগোজ থেকে মেনু, চমক চান সুজাতা

কলকাতা: সৌমিত্র খাঁ এখন অতীত৷ তাঁর সঙ্গে বিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে গিয়েছে৷ তারই মাঝে চর্চায় সুজাতা মণ্ডলের দ্বিতীয় বিয়ের গুঞ্জন৷ কানাঘুষো, বিয়ের দিনক্ষণও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ কেমন চলছে প্রস্তুতি? বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্যেই বা কী ব্যবস্থা থাকছে? অবশেষে মুখ খুললেন পাত্রী। 

আরও পড়ুন- ‘কেষ্ট জেলে, মেয়াটা একা, ওর বাড়ির খোঁজ-খবর রাখিস,’ বীরভূমের নেতাদের উদ্দেশে মমতা

সুজাতা অবশ্য মাস কয়েক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর জীবনে নব বসন্ত এসেছে৷ এবার দ্বিতীয় বিয়ের যাবতীয় পরিকল্পনা খোলসা করলেন নিজেই৷ তবে সবটা নয়৷ কিছু বিষয় রাখলেন আড়ালেই৷ 

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ১৬ জানুয়ারি বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর৷ বিচ্ছেদের সংশাপত্রও হাতে চলে এসেছে৷ এর পরেই শুরু হয়েছে বিয়ের পিঁড়িতে বসার তোরজোর৷ সম্ভবত বৈশাখ মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তৃণমূল নেত্রী। যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মৌনই থাকেন৷ 

সুজাতা শুধু বলেন, ‘‘এখনই তারিখ বলতে পারছি না। বাঙালিদের তো চৈত্র মাসে বিয়ে হয় না। কেনাকাটা করার জন্যেও শুভ নয়। তাই এই মাসে বিয়ের কোনও পরিকল্পনা নেই। বাড়ির সকলের মতামত রয়েছে, তাই শুভ মাসেই বিয়ে করব৷ সবটাই হবে নিয়ম মেনে।”

বিয়ের কেনাকাটা নিয়েও অকপট সুজাতা। প্রথম সারির এক সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিয়ে এক কথায় হয় না। তাই কেনাকাটা করতেই হবে। এখন থেকেই তার প্রস্তুতি চলছে। তবে এই মাসটা শুভ নয়, তাই মাস শেষের অপেক্ষায় রয়েছে সকলে।”

কিন্তু পাত্র কে? রাজনীতির সঙ্গে কি যোগ রয়েছে তাঁর? সুজাতা প্রশ্ন এড়িয়েছেন সুকৌশলেই৷ তিনি বলেন, কয়েকটা দিন পরেই সব জানতে পারবেন৷ তবে তিনি যে রাজনীতির মানুষ নন, সে কথা স্পষ্ট করে দিয়েছেন। 

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুজাতা। সেখানে তাঁকে কনের সাজে দেখা যায়। আর সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয় গুঞ্জন৷ যেখানে দেখা যায় সুজাতার সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা। সেই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷

এদিকে জানা গিয়েছে, বিয়ের মেনুতে বেশ কিছু চমক রাখতে চাইছেন তৃণমূল নেত্রী৷ ‘কমন’ মেনু তাঁর নাপসন্দ। বিয়েতে আমন্ত্রিতদের আপ্যায়নে যাতে কোনও ত্রুটি না হয়, সেদিকে নজর থাকবে তাঁর। তবে এখনই মেনু ফাঁস করতে তিনি নারাজ৷