কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যে অশান্তির সূত্রপাত৷ ভোটের দিন যত এগোবে ততই বাড়বে ‘সন্ত্রাসের মাত্রা’৷ শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এমনই অভিযোগ জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শাসকদল তো বটেই, এদিন সুকান্তের নিশানায় ছিলেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও। ঘটনাচক্রে, শনিবার সুকান্ত নালিশ জানিয়ে রাজভবন ছাড়ার পরই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজীব। যদিও এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ঠিক কী কী বিষয়ে তাঁর কথা হয়েছে, তা জানা যায়নি। তবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দায়িত্ব পাওয়ার পর সৌজন্য সাক্ষাৎ সারতেই রাজভবনে গিয়েছিলেন নতুন কমিশনার।
বেশ কিছুদিন টানাপোড়েনের পর গত বুধবার কমিশনার হিসাবে রাজীবের নামে স্বীকৃতি দেয়। দায়িত্ব পাওয়ার এক দিনের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেন রাজীব সিনহা। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পর্ব৷ প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ মিলেছে৷ তৃণমূলের বিরুদ্ধে ওঠা সেই সমস্ত অভিযোগ নিয়েই শনিবার দুপুরে রাজভবনে যান সুকান্ত। তৃণমূলের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি৷ সুকান্তের বক্তব্য, ‘‘কোনও প্রস্তুতি ছাড়াই ভোট ঘোষণা হয়ে গেল৷ দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক করা হল না৷ রাজীববাবুর আগে যিনি কমিশনার ছিলেন, তিনি কোনও আলোচনা করেছিলেন কি না তা জানা নেই। তাঁর আমলের ফাইলগুলিও রাজীববাবু দেখেছেন কি না সন্দেহ!’’
রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত বলেন, ‘‘বেশ কয়েকটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছি। শুক্রবার রাতে মুর্শিদাবাদে এক জন কংগ্রেস কর্মী খুন হয়েছেন৷ কে কোন দল করেন, সেটা বিচার্য নয়। আমাদের এক জন সহ-নাগরিক প্রাণ হারিয়েছেন। বিডিও অফিসে মনোনয়ন হচ্ছে, অথচ কোথাও পুলিশ নেই। এখনই যদি এই অবস্থা হয়, তা হলে কয়েক হাজার বুথে নিরাপত্তা দেওয়া রাজ্য পুলিশের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।’’