ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রির অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম, ভর্তি করানো হল বেঙ্গালুরুর হাসপাতালে

ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রির অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম, ভর্তি করানো হল বেঙ্গালুরুর হাসপাতালে

বেঙ্গালুরু:  ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর স্ত্রী৷ হাসপাতালে ভর্তি করানো হল সোনাম ভট্টাচার্যকে। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কিছু দিন আগেই সুনীল জানিয়েছিলেন যে, সোনম অন্তঃসত্ত্বা। ফলে এই খবরে উদ্বেগে সুনীল ভক্তরা৷

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এখন বেঙ্গালুরুতে আছেন। তাঁর সঙ্গেই রয়েছে স্ত্রী সোনম। তিনি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে৷ আগামী মাসেই নতুন সদস্য আসার কথা সুনীলের পরিবারে। জাতীয় দলের কোচ স্টিম্যাচের কাছ থেকে তাই আগেভাগেই ছুটি নিয়ে রেখেছেন তিনি। সোমবার সকালে সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটা নেমে যাওয়ায় চিন্তা বাড়ছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো৷ এদিকে, মেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়  দুশ্চিন্তায় রয়েছেন সুব্রত ভট্টাচার্য এবং তার স্ত্রী লতা ভট্টাচার্য। 

কিছুদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে সোনমের স্বাদের অনুষ্ঠান হয়। ফুটবলারের শ্যালক সাহেব ভট্টাচার্য অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করতেই দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন ফ্যানরা। গত ১২ জুন আন্তর্মহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করার পরই অভিনব ভঙ্গীতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সুনীল৷ বুঝিয়ে দিয়েছিলেনতিনি বাবা হতে চলেছেন৷ ম্যাচের ৮১ মিনিটে দলের জয়সূচক গোল করে বলটিকে জার্সির ভিতরে ঢুকিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান সুনীল। সেখানেই বসেছিলেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন ভারত অধিনায়ক। পাল্টা সোনমও গ্যালারি থেকে চুম্বন ছোড়েন। সুনীল এক মাঠ দর্শকে তখনই বুঝিয়ে দেন যে, তিনি বাবা হতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + six =