নয়াদিল্লি: সমপ্রেমকে স্বীকৃতি দিলেও সমলিঙ্গে বিবাহের পক্ষে রায় দিল না সুপ্রিম কোর্ট। বিষয়টি ছাড়ল কেন্দ্রের উপরেই৷ শুধু তাই নয়, সমকামী যুগলদের সন্তান দত্তক নেওয়ার বিষয়েও সম্মতি জানাল না কোর্ট৷ সমকামী দম্পতিদের সন্তান দত্তক নেওয়ার অনুমতি দেওয়া হলে তা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে বলেই জানিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যখন সমকামী বিবাহের বিরুদ্ধে যুক্তি দেয় কেন্দ্র, তখন সমকামী দম্পতির শিশু দত্তক নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের মানুষরা। পাশাপাশি, সন্তান দত্তক নেওয়ার অধিকারের জন্যেও লড়াই করছেন তাঁরা৷ তবে মঙ্গলবার শীর্ষ আদালতের রায়ে সন্তান দত্তকের বিষয়ে আশার আলো দেখথে পেলেন না সমলিঙ্গের মানুষরা। পাঁচ বিচারপতির মধ্যে তিন জনই সন্তান দত্তক নেওয়ার বিরোধিতা করছেন। বাকি দুই বিচারপতি অবশ্য দত্তক নেওয়ার পক্ষে সম্মতি জানান৷
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কউল মনে করেন সমলিঙ্গের যুগলদেরও সন্তান দত্তক নেওয়ার অধিকার দেওয়া উচিত। প্রধান বিচারপতি বলেন, ‘‘শুধুমাত্র বিষমকামী যুগলরাই যে ভাল অভিভাবক হতে পারবেন, এমনটা বলতে পারে না আইন।’’ কিন্তু, এর বিরোধিতা করেন রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহা৷ ফলে রায় ৩:২ অনুপাতে বিভক্ত হয়ে যায়৷