সুপ্রিম ধাক্কা! ED-র গ্রেফতারি বৈধ, থাকতে হবে হেফাজতে, মানিকের আবেদন খারিজ শীর্ষ আদালতে

সুপ্রিম ধাক্কা! ED-র গ্রেফতারি বৈধ, থাকতে হবে হেফাজতে, মানিকের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতা: মিলল না সুপ্রিম স্বস্তি৷ ইডি হেফাজতেই থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত৷

আরও পড়ুন- চলছে আমরণ অনশন, সাদা কাপড় গায়ে জড়িয়ে ‘জীবন্ত লাশ’ চাকরিপ্রার্থীরা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য৷ সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। আজ, সেই আবেদনই খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না, মানিককে সেই রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, এর পর আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁর মামলাটির শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করা হয়৷ তাতেই ধাক্কা খান মানিক৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, ইডি-র গ্রেফতার একদম সঠিক৷ 

ইডি-র তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, সিবিআই তদন্তের থেকে ইডির তদন্ত সম্পূর্ণ আলাদা। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল। মানিকের গ্রেফতারি যথাযথ কি না সে ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে সোমবারই ২৪ পাতার হলফনামা জমা দিয়েছিলেন ইডির আইনজীবী। ইডি-র আইনজীবীরা জানান, মানিকের নামে প্রচুর বেনামী সম্পত্তির হদিস মিলেছে। তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের নামেও বিপুল সম্পত্তি রয়েছে৷