কলকাতা: বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য৷ ২ মে ভরসন্ধ্যায় গোরাবাজার এলাকায় শহিদ সূর্য সেন রোডে মেসবাড়ির সামনে নৃশংস ভাবে খুন হন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী৷ রবিবার সেই মেসবাড়ি থেকেই মেয়ের শেষ স্মৃতিটুকু নিয়ে গেলেন তাঁর বাবা!
আরও পড়ুন- গরুপাচার মামলার পর ভোট পরবর্তী হিংসা মামলায় কেষ্টকে তলব CBI-এর
সুতপা খুনের ২০ দিন পর বহরমপুরের মেসে আসেন সুতপার বাবা স্বাধীন চৌধুরী৷ এদিনও তাঁর গলায় ঝরে পরে আক্ষেপ৷ তিনি বলেন, , ‘‘মেয়েটাকে তো নিয়ে যেতে পারলাম না… !’’ শহিদ সূর্য রোডের এই মেসে থেকেই পড়াশোনা করতেন সুতপা৷ সেখানেই পড়ে রয়েছে তাঁর বইখাতা সহ সমস্ত জিনিসপত্র৷ রবিবার দুপুরে মেয়ের শেষ স্মৃতিটুকু নিয়ে যেতে আসেন সুতপার বাবা এবং তাঁর মামা। মেসের ঘরে পড়ে থাকা সুতপার বইখাতা, বিছানাপত্র-সহ অন্যান্য সামগ্রী গাড়ি করে নিয়ে যায় তাঁরা৷ বাড়ি ফেরার সময়ও ভেজা গলায় সুতপার বাবা বলেন, ‘‘কখনও ভাবিনি মেয়ের ব্যবহৃত জিনিসগুলো স্মৃতি হিসেবে নিয়ে যেতে হবে। মেয়েটাকে তো নিয়ে যেতে পারলাম না… অন্তত স্মৃতিটুকু থাক।’’
সুতপাকে খুনের অভিযোগে ওই দিন রাতেই অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে সমশেরগঞ্জ থেকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। তার পর থেকে সুশান্তকে দফায় দফায় জেরা করেছে পুলিশ। আপাতত বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জেল হেফাজতে রয়েছে সুতপার খুনি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>