Police
কলকাতা: সারদা নথি লোপাট সংক্রান্ত মামলার তদন্তে ফের তলব করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে কাঁথি থানায় হাজিরা দিতে বলা হয়েছে৷
গত পরশুই সৌম্যেন্দুকে হাজিরার নোটিশ দিয়েছিল কাঁথি থানার পুলিশ। ওই নোটিশে সারা দিয়ে আজ তিনি থানায় হাজিরা দেবেন বলে জানিয়েছেন সৌম্যেন্দুর আইনজীবী৷ প্রসঙ্গত, এর আগেও দু’বার তাঁকে একই মামলায় তলব করা হয়েছিল৷
সারদাকর্তা সুদীপ্ত সেন কাঁথি পুরসভা এলাকায় একটি জমি কিনেছিলেন৷ সেখান আবাসন গড়ার পরিকল্পনা ছিল তাঁর। পুরসভার তরফে তাঁকে জমি হস্তান্তরও করা হয়েছিল। পরবর্তী কালে তাঁর জেলযাত্রা ঘটলে পুরসভা ওই জমি আবর্জনা ফেলার জন্য ব্যবহার করে। তবে যে সময় সারদাকর্তার সঙ্গে কাঁথি পুরসভার জমি চুক্তি হয়েছিল সেই সময় সৌম্যেন্দু চেয়ারম্যান ছিলেন না। তিনি পরবর্তী কালে দায়িত্ব নেন৷ সৌম্যেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তীর বক্তব্য, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে টার্গেট করা হচ্ছে।’’