কলকাতা: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। যার জেরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্যপালের বিরুদ্ধে কুকথা বলে বিতর্ক উস্কে দিলেন সেই অখিল গিরি৷ তাঁর বিরুদ্ধে রাজ্যপালের অবমাননা করার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অভিযোগই আনেননি, রাজ্যপালকে কুরুচিকর ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে তাঁর কাছেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে বরখাস্ত করার আবেদন করলেন বিরোধী দলনেতা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে চিঠি লিখে কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
সোমবার সকালে নিজেক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। যেখানে কারামন্ত্রী অখিলের একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। সঙ্গে রাজ্যপালকে লেখা মন্ত্রীর বিরুদ্ধে চিঠিটিও পোস্ট করেন। ওই ভিডিয়োতে অখিল গিরিকে বলতে শোনা যায়, ‘‘এত হম্বিতম্বি কিসের? আমরা পারি না নাকি? আমরা পারি না? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা। আমরা পারি আমাদের কাছে যা কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে, আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে।’’
তিনি আরও বলেন, ‘‘সেই জন্যই তো ১০ তারিখে আনন্দ বোস… আমরা কি আনন্দ বোস রাজ্যপালের ব্যাপারটা আমরা জানি না? কেন কুণাল ঘোষের পুজোর উদ্বোধন করতে গিয়েছ আমরা জানি না নাকি?’’ এর পর তিনি বলেন, ‘‘হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন ১০ তারিখে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য ডেকেছ ১০০ দিনের কাজের কথা বলতে? আমরা কি জানি না হোয়াটসঅ্যাপে কী আছে! তোমার কলঙ্ক আমরা ধরব। ছাড় পাবে না। আমাদেরও আইবি আছে, পশ্চিমবঙ্গের। আমাদেরও ফাইল রেডি।’’