কলকাতা: হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশ কর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ শুক্রবার সেই নির্দেশই বহাল রাখল কলকাতা হাই কোর্ট। এদিন সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- পুজোর আনন্দে ভিলেন বৃষ্টি! সপ্তমী থেকে তিনদিনই দুর্যোগের ইঙ্গিত, বৃষ্টি হতে পারে পঞ্চমীতেও
গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার এবং এই মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন। কিন্তু, এদিন শুনানির সময় তাদের সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
১১ বছর আগের ঘটনা৷ ২০১১ সালের ৬ মে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা তপন দত্তকে। এই ঘটনার সঙ্গে নাম জড়ায় তৃণমূলের স্থানীয় নেতা কর্মী-সহ মোট ১৩ জনের৷ নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাই কোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও তপন খুনের মামলা ওঠে। কিন্তু এখনও সুবিচারের আশায় দিন গুনছেন তপনের স্ত্রী প্রতিমা দত্ত।
হাওড়ার জলাভুমি বাঁচাও আন্দোলনের নেতা তপন দত্ত খুনের প্রায় ১১ বছর পর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ এর পরেই সিবিআই তদন্ত শুরু করে৷ তবে এখনও অভিযুক্তরা শাস্তি পায়নি। রাজ্য সরকারের সিদ্ধান্তে এই ঘটনায় প্রথমে সিআইডি তদন্তভার গ্রহণ করেছিল। তদন্তের পর সিআইডি জানায়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপন দত্তকে খুন করা হয়েছে। ২০১১ সালের ৩০ অগাস্ট সিআইডি এই মামলার চার্জশিট পেশ করে। ওই চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার উল্লেখ করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
