কলকাতা: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের জন্য রেড রোডে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই ধর্না মঞ্চে উপস্থিত হয়েই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলে যোগ দিলেন উত্তর কুমার এবং তরুণ কুমারের নাতি৷ ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তব্যও রাখেন সৌরভ। তিনি টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ।
আরও পড়ুন- শিলাবৃষ্টির পূর্বাভাস বঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতাও
মমতা বলেন, ‘‘আমরা মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগও আছে। আমার বাবার সঙ্গে তরুণ কুমারের যোগাযোগ ছিল। এটা বাংলার সম্মানিত পরিবার। সেদিন উত্তম কুমারের দেহ রাখতে দেওয়া হয়নি রবীন্দ্রসদনে৷ আমরা মানবিক দিক থেকে দেখি। ওঁদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক আছে।’’
অন্যদিকে সৌরভ বলেন, “আমি ছোটবেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বড় হয়েছি। তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যেভাবে লড়াই করছেন তা এক কথায় অনবদ্য। তাই আমার মনে হয় যে তৃণমূলে যোগদান করা উচিত এবং এই লড়াইয়ে সামিল হওয়া উচিত।” সৌরভ আরও বলেন, ‘‘আমাদের ইন্ডাস্ট্রির জন্যেও উনি অনেক কাজ করেছেন উনি। ভবিষ্যতে আরও কাজ হবে। আমার সঙ্গে প্রত্যেকের ভাল সম্পর্ক রয়েছে। এভাবেই এগিয়ে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডাস্ট্রিকে দেখার জন্য অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন। অরূপদাও যেভাবে ইন্ডাস্ট্রিকে দেখছেন, তাতে আমরা শিল্পীরা খুব খুশি।’’
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews –এ নজর রাখতে পারেন
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
