Tata Group internet-free video phone
বেঙ্গালুরু: সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনও প্লাটফর্ম, ভিডিয়ো দেখাটা এখন অনেকেরই নেশা৷ অনেকেরই দিনের অধিকাংশ সময় কাটে রিলস দেখে৷ কিন্তু, এর জন্য তো অনেকটা ডেটাও খরচ হয়৷ কিন্তু সেই চিন্তা থেকে এবার মুক্তি৷ ইন্টারনেট ছাড়াই চলবে ভিডিয়ো৷ হ্যাঁ, এমনই এক অভিনব ফোন বাজারে আনতে চলেছে রতন টাটার সংস্থা। টাটা গ্রুপের সঙ্গে যুক্ত একটি সংস্থা এই মোবাইল ফোনটি লঞ্চ করবে৷ এই মোবাইলগুলির ডিজাইনের জন্য একটি আমেরিকান কোম্পানির সঙ্গে হাত মেলানো হয়েছে৷ ( Tata Group internet-free video phone)
ইন্টারেট ফ্রি ভিডিয়ো Tata Group internet-free video phone
এই প্রকল্পের মধ্যে দিয়ে ভারত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বড় পদক্ষেপ করতে চলেছে৷ ভারতের ‘সাংখ্য ল্যাব’, আইআইটি কানপুরের ‘ফ্রি স্ট্রিম টেকনোলজিস’ এবং আমেরিকার সিনক্লেয়ার ইনক যৌথভাবে এই ফোন তৈরি করবে৷
আরও পড়ুন-
নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র,
বৃহস্পতিবার কেমন থাকতে পারে NIFTY ও BANK
Business: Discover Tata Group’s groundbreaking phone that plays videos without internet! Designed with an American company, this phone marks a significant step in India’s semiconductor industry. Stay tuned for the launch of this innovative device.