BJP-তে ঢুকে তৃণমূলের হয়ে কাজ করছে পিকে’র মাস মাহিনা করা কর্মীরা, বিস্ফোরক তথাগত

BJP-তে ঢুকে তৃণমূলের হয়ে কাজ করছে পিকে’র মাস মাহিনা করা কর্মীরা, বিস্ফোরক তথাগত

tathagatas tweet

কলকাতা:  বিজেপি’কে আপাতত বিদায় জানিয়েও বিস্ফোরক তথাগত রায়৷ তোপ দেগে বললেন, নীচু স্তরের কর্মীদের মধ্যে  ‘ঘুণ পোকা’ বাসা বেঁধেছে৷ নীচু তলায় একটা ‘খেলা’ চলছে৷ কারণ নীচু তলার বিজেপি’র মধ্যে ঢুকে পড়েছে প্রশান্ত কিশোরের (পিকে) লোক৷ যাঁরা খাতায় কমলে বিজেপি’র কর্মী৷ কিন্তু কাজ করছে তৃণমূলের হয়ে৷ এই কাজের জন্য রীতিমতো মাস মাহিনাও পাচ্ছেন তাঁরা৷ বিস্ফোরক টুইট তথাগতর৷ 

আরও পড়ুন- প্রকৃতির ক্ষত সামলে সেজে উঠছে সুন্দরবনের নির্জন দ্বীপ, দিচ্ছে হাতছানি

মঙ্গলবার টুইট করে বর্ষীয়ান বিজেপি নেতা জানান, এক যুবক এক বিজেপি সমর্থককে ফোন করে কিছু কথা জানান। তারপর ওই বিজেপি সমর্থক তাঁকে এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া। “স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানিনা আমাদের এখানে আমাদের পাশের গ্রামে একজন আমাকে বলছিল ২০২১ এর বিধানসভা ভোটের আগে পিকে-র টিম অনেকেই ফোন করছিল আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক কে ফোন করেছিল৷’’ তিনি আরও লেখেন,  ‘‘পাশের গ্রামে বাড়ি তাঁকে ফোন করে বলছিল ১৩০০০ টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনো নিচের তলায় এরকম অনেক PKর মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতা না খুবই অসম্ভব ৷’’

 বিধানসভা নির্বাচনের পর থেকেই ক্রমাগত দলীয় নেতাদের টুইটে  বিঁধেছেন তথাগত। দু’দিন আগে ত্রিপুরা পুরভোটে তৃণমূলের পরাজয়ের পর রাজ্য বিজেপি নেতৃত্বকে ঘুরিয়ে বিঁধেছিলেন বিতর্কিত বিজেপি নেতা তথাগত রায়। রবিবার রাতে এক টুইটে ত্রিপুরায় তৃণমূলের পরাজয়কে পশ্চিমবঙ্গে বিজেপির হারের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছিলেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =