নয়াদিল্লি: ফের সংবাদ শিরোনামে কৃষক বিদ্রোহ৷ প্রতিবাদী কৃষকদের আন্দোলনে উত্তাল দিল্লির গাজিপুর, সিঙ্ঘু এবং টিকরি সীমান্ত। দিল্লিতে ঢোকার প্রায় সমস্ত প্রবেশপথে কার্যত দুর্গ গড়ে তুলেছে পুলিশ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী৷ এদিকে, পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় প্রতিবাদী কৃষকদের মিছিল রুখতে ড্রোন থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। মিছিলের উপর শেলগুলি আছড়ে পড়তেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। দৃশ্যামানতা শূন্যে পৌঁছয়৷ দুপুর গড়াতেই কৃষকদের মিছিল লক্ষ্য করে অন্তত দু’ডজন শেল ছোড়া হয়েছে বলে অভিযোগ। যদিও কৃষকদেক তরফে কোনও উসকানি ছাড়াই শেল ছোড়া হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷
হরিয়ানায় ব্যারিকেড ভাঙলেন কৃষকেরা, ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ
হরিয়ানায় ব্যারিকেড ভাঙলেন কৃষকেরা, ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ