উত্তুরে হাওয়ায় প্রেম দিবসে শীতের আমেজ কলকাতায়! দু’দিনে পারদ নেমেছে ছয় ডিগ্রি

উত্তুরে হাওয়ায় প্রেম দিবসে শীতের আমেজ কলকাতায়! দু’দিনে পারদ নেমেছে ছয় ডিগ্রি

কলকাতা: ফেব্রুয়ারি পড়তেই হঠাৎ করে গায়েব হয়েছিল শীত৷ স্বভাবতই মন খারাপ হয়ে গিয়েছিল বঙ্গবাসীর৷ কিন্তু, ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছে ফের কলকাতায় ফিরল শীতের আমেজ৷ দু’দিনে এক লাফে অনেকটা কমল তাপমাত্রা। আজ, প্রেম দিবসে শহরজুড়ে শীতের পরশ৷ পারদ স্বাভাবিকের চেয়ে নীচে। পরিসংখ্যান বলছে, গত দু’দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমে গিয়েছে।

আরও পড়ুন- জোড়াসাঁকোয় বেআইনি দখলদার নিয়ে ফের রিপোর্ট তলব, পুরসভাকে নয়া নির্দেশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সোমবারের চেয়েও কমে গিয়েছে পারদ। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি কম।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবারও কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টিপাত হয়নি।

আবহবিদেরা জানাচ্ছেন, আগামী দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নিন্মমুখীই থাকবে। তবে এই শীতল ভাব স্থায়ী হবে না৷ সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। চলতি সপ্তাহেই চড়বে তাপমাত্রার পারদ৷