বিজেপির গীতপাঠের দিনই রাজ্যে টেট, একই দিনে দুই মেগা ইভেন্ট

বিজেপির গীতপাঠের দিনই রাজ্যে টেট, একই দিনে দুই মেগা ইভেন্ট

tet exam

কলকাতা: পিছিয়ে গিয়েছে টেট পরীক্ষার দিন৷ প্রথমে ঠিক ছিল ১০ ডিসেম্বর বাংলায় টেট পরীক্ষা নেওয়া হবে৷ পরে বলা হয়, টেট হবে ২৪ ডিসেম্বর৷ ঘটনাচক্রে ওই দিনই কলকাতার ময়দানে লাখখানেক পুরোহিতের উপস্থিতিতে হবে বিজেপি’র গীতাপাঠের অনুষ্ঠান৷ 

বুধবার নবান্নের বৈঠকে উঠে আসে প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার বিষয়টি৷ টেট নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে। প্রসঙ্গত, সোমবারই টেট-এর পরিবর্তিত দিন ঘোষণা করে  প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এদিন পর্ষদের এক কর্তা বলেন, এর আগে ব্রিগেড সমাবেশের দিন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষা হয়েছিল। সেদিন কোনও অসুবিধা হয়নি। তবে নেট পরীক্ষার্থীর তুলনায় টেট পরীক্ষার্থীর সংখ্যা বহুগুণ বেশি। সমস্যা মেকাবিলায় পরীক্ষার দিন সমস্ত জেলায় বাড়তি বাস এবং অন্যান্য যানবাহনের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলাশাসক এবং জেলা পরিবহণ আধিকারিকদের। এদিকে, গণটোকাটুকি এবং প্রশ্নফাঁস রুখতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বলা হয়েছে,  পরীক্ষাকেন্দ্রের আশপাশে সমস্ত ফোটোকপির দোকান ওইদিন বন্ধ রাখতে হবে। বায়োমেট্রিক যন্ত্রাপাতি পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা কথা বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =