নয়াদিল্লি: এবার মহার্ঘ হতে চলেছে দুরন্ত এক্সপ্রেসের যাত্রা৷ ভারতের অন্যতম এই প্রিমিয়াম ট্রেনের সব স্লিপার কোচ এবার ধাপে ধাপে তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে রেলমন্ত্রক। বদলে আনা হবে সমসংখ্যক থার্ড এসি কোচ। রেলমন্ত্রক সূত্রে তেমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ, যাঁরা এতদিন নিশ্চিন্তে দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসে সফর করতেন, এখন থেকে তাঁদের বেশি ভাড়া দিয়ে থার্ড এসি কোচের টিকিট কাটতে হবে। যেমন নাগপুর-মুম্বই দুরন্তের স্লিপার ক্লাসের ভাড়া ছিল যাত্রীপিছু ৬০০ টাকা। থার্ড এসির ভাড়া হবে মাথাপিছু ১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ, এক ধাক্কায় প্রায় তিনগুণ বেশি ভাড়া গুণতে হবে দুরন্তের যাত্রীদের৷
ইতিমধ্যেই নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের আটটি স্লিপারের মধ্যে ছ’টি কমানো হয়েছে৷ পরিবর্তে জুড়েছে ছ’টি থার্ড এসি কোচ। আগামী দিনে বিভিন্ন পর্যায়ে দেশের ২৪টি রুটে চলা দুরন্ত এক্সপ্রেসের ক্ষেত্রেও একই পরিকল্পনা করা হবে বলে জানানো হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>