লখনউ: দিন দিন বেড়ে চলেছে অপরাধ৷ পথে ঘাটে সাবধান!
গৃহস্থালির জিনিস কিনতে বাজারে বেরিয়েছিলেন এক মহিলা। ভরা বাজারে দুষ্কৃতীদের নিশানায় পড়লেন তিনি৷ রক্তাক্ত হলেন ওই মহিলা। তাঁর কানের সোনার দুল চুরি করতে গিয়ে ছুরি দিয়ে কানটাই কেটে নিয়ে পালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
জানা গিয়েছে, আক্রান্ত ওই মহিলার নাম নির্মলা সিং। পুলিশ সূত্রে খবর, সোমবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই এই ঘটনাটি ঘটে৷ কয়েক জন স্কুটি নিয়ে একেবারে তাঁর সামনে এসে দাঁড়ায়৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁর কান ধরে মারে টান৷ লক্ষ্য ছিল সোনার কানের দুলটা ছিনিয়ে নেওয়া। নির্মলা তাতে বাধা দিলে, শুরু হয় ধস্তাধস্তি। এর পরেই ওই দুষ্কৃতী পকেট থেকে ছুরি বার করে নির্মলার কানে কোপ বসান৷ কান কেটে চম্পট দেয় তারা।
এর পর স্থানীয়রা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় নির্মলার পরিবারের লোকজনও। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে বাজার এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ৷ শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে বলে আশ্বাসও দেওয়া হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>