জঙ্গিপুর: ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত জঙ্গিপুর৷ হাতাহাতিতে জড়ালেন খোদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ৷ অজগরপাড়া ৮৮ নম্বর বুথের ঘটনা। ওই বুথে ভোটারদের প্ররোচনা দেওয়া হচ্ছে বলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলেন রঘুনাথগঞ্জ ১ তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ। এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দু’জনের মধ্যে। এর পরেই শুরু হয় হাতাহাতি৷ তৃণমূলের নেতা গৌতমকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ধনঞ্জয়ের বিরুদ্ধে। উত্তেজনা ছড়াতেই এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী৷ তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।