কলকাতা: এসএসসি, টেট নিয়ে দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা৷ স্কুলে নিয়োগের দাবিতে পথে নেমে লড়াই করেছেন তাঁরা৷ এরই মধ্যে এ বছের টেট পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে৷ তবে এবছর টেট আবেদনকারীদের নিয়ে যে তথ্য প্রকাশ্যে এলেছে, তা বেশ হতাশাজনক। জানা গিয়েছে, চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এ আবেদনকারীর সংখ্যা গত বছরের নিরিখে অর্ধেকেরও কম। গত বছর যেখানে প্রায় ৬ লক্ষ ৯০ হাজার আবেদন জমা পড়েছিল, সেখানে এবছর সংখ্যাটা ৩ লক্ষ ১০ হাজারের মতো। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এমনটাই জানানো হয়েছে৷
এবছর প্রাথমিকের টেটে কেন এক কম আবেদন জনা পড়ল, সেটা ভেবে অনেকেই অবাক। এর পিছনে একাধিক কারণ রয়েছে৷ তবে তার মধ্যে উল্লেখযোগ্য হল লাগাতার আন্দোলন এবং চাকরির না পাওয়া৷ সেই কারণেই হয়তো আবেদনকারীর সংখ্যা কমেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০২৩ সালে টেট পরীক্ষা হবে হবে আগামী ১০ ডিসেম্বর। তবে হঠাৎ করে চাকরপ্রার্থীদের মধ্যে টেট নিয়ে আগ্রহ কমায় অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন৷ কেন এমনটা হল তার কারণ খুঁজতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।