বেলা বাড়তেই আকাশ ঢাকবে কালো মেঘে, ভিজবে রবিবাসরীয় সন্ধা, অতিবৃষ্টি পাহাড়ে

বেলা বাড়তেই আকাশ ঢাকবে কালো মেঘে, ভিজবে রবিবাসরীয় সন্ধা, অতিবৃষ্টি পাহাড়ে

কলকাতা: সকাল থেকেই ঝকঝকে আকাশ৷ রোদের তেজ বেশ ভালই বিঁধছে গায়ে৷ হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ বৃষ্টি কমে দক্ষিণে বাড়বে গরম৷ এদিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এর ফলে পার্বত্য ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে৷ নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে৷ 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পাহাড় যখন অতিবৃষ্টিতে ভাসবে, তখন দক্ষিণবঙ্গে বাড়বে গরম৷ আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় হবে। তবে আজ রবিবার ও আগামিকাল  বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘন ঘন বাজ পড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি বৃষ্টিপাত হবে প্রায় সব জেলাতেই। কোন এলাকায় বাজ পড়ার সম্ভাবনা বেশি তা জানতে দামিনী অ্যাপ ব্যবহার করার পরামর্শও দিয়েছে হাওয়া অফিস৷ 

আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা নদিয়া ও পূর্ব বর্ধমানে৷ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তবে বৃষ্টি থামথে না৷ উত্তরের তিন জেলায় অতি ভারী বৃষ্টি হবে৷ সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গড়ে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হলেও মঙ্গল থেকে এই তিন জেলার বৃষ্টির পরিমাণ কমবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =