দুপুরে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বৃষ্টি নামল কলকাতায়

দুপুরে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, বৃষ্টি নামল কলকাতায়

imagesmissing

 কলকাতা: গরমের তীব্র দাবদাহ থেকে মিলেছে সাময়িক মুক্তি৷ রাজ্যের প্রায় জেলাতেই লেগেছে বৃষ্টির পরশ৷ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বেলা বাড়তেই হালকা বৃষ্টি শুরু হল কলকাতায়। শহরের আকাশ প্রায় মেঘে ঢাকা। এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের পাঁচ জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই পাঁচ জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়লেই বৃষ্টি হবে বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। বৃষ্টির সঙ্গে ওই পাঁচ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের৷ এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷  

এদিকে, বৃষ্টির জেরে এক ধাক্কায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি কমে গিয়েছে৷ বৃষ্টি নামতেই গত ৬ দিন ধরে লাগাতার নামতে শুরু করেছে পারদ৷ কলকাতা-সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা হু হু করে নেমেছে। যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছেছিল, সেখানে পারদ নেমে এসেছে ৩০ ডিগ্রির ঘরে৷ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস কম৷ 

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে। ওই দিন হতে পারে কালবৈশাখী৷ কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই শুক্রবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বইবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *