নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ায় বেশ পরিচিত নাম টিনা দাবি৷ এক সময় গোটা দেশে চর্চার কেন্দ্রে ছিল এই ‘স্টার’ আইএএস অফিসারের লাভ লাইফ৷ ফের একবার শিরোনামে আইএএস টপার টিনা দাবি। সম্প্রতি সিবিএসই-র দ্বাদশ পরীক্ষার রেজাল্টের একটি ছবি নেটপাড়ায় ঘুরপাক খাচ্ছে৷ এর পর থেকেই টিনাকে নিয়ে শুরু হয়েছে হইচই৷
আরও পড়ুন- গাড়ি নিয়ে বেরিয়েছেন, সঙ্গে লাইসেন্স নেই? সমস্যার সমাধান করবে স্মার্টফোন
সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, ভাইরাল হওয়া এই রেজাল্টের ছবি আসলে আইএএস অফিসার টিনা দাবির। নেটাগরিকদের একাংশের দাবি, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে একশোতে একশো পেয়েছিলেন টিনা। তবে ভাইরাল হওয়া এই রেজাল্ট টিনারই কি না, তা একশো শতাংশ নিশ্চিত নয়। টিনা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দু’টি বিষয়ে একশোতে একশো পেয়েছিলেন কি না, সে সত্যতা যাচাই করা হয়নি। তবে, ২০১৬ সালে একটি সাক্ষাৎকারে টিনা জানিয়েছিলেন, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তিনি একশোতে একশো পেয়েছিলেন।
২০১১ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেন টিনা। ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন৷ স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ৷ সেখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক৷ কলেজে পড়ার সময় বিভিন্ন বিষয়ে দক্ষতার জন্য ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছিলেন টিনা দাবি। ২০১৬ সালে প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় শীর্ষ স্থান দখল করে নজির গড়েন। বর্তমানে রাজস্থানের জয়সলমেরে জেলাশাসক হিসেবে কর্মরত রয়েছেন এই আইএএস অফিসার।
ইউপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছিলেন টিনা৷ সেই প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় কোনও দলিত শীর্ষস্থান দখল করেন। ওই পরীক্ষায় দ্বিতীয় হন আখতার আমির খান৷ মুসৌরিতে আইএএসে প্রশিক্ষণপর্ব চলাকালীন আলাপ হয় টিনা ও আমিরের। শুরু হয় প্রেম৷ আইএএসে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর প্রেমকাহিনি ঘিরে তখন জোর চর্চা চলেছিল গোটা দেশে৷ ২০১৮ সালের ৭ এপ্রিল টিনা ও আমির বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালের ১০ অগাস্ট টিনা ও আমিরের বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি বয়সে ১৩ বছরের বড় সহকর্মী প্রদীপ গাওয়ান্ডকে বিয়ে করে ফের সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন টিনা। প্রদীপ ইউপিএসসি পাশ করে সিভিল সার্ভিসে আসার আগে একজন চিকিৎসক ছিলেন। আপাতত রাজস্থান প্রত্নতত্ত্ব ও জাদুঘরের পরিচালক হিসেবে কর্মরত। টিনার পাশাপাশি এটা ছিল প্রদীপেরও দ্বিতীয় বিয়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>