কলকাতা: বঙ্গ বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা৷ রাজ্যজুড়ে রাজনীতির উষ্ণ হাওয়া৷ সেই আবহেই এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ৪৪ নম্বর জেলাপরিষদ আসন থেকে টিকিট দিল তৃণমূল। একুশের নির্বাচনের আগে সৌমিত্রর ঘর ছেড়ে বেরিয়ে আসেন সুজাতা৷ যোগ দেন তৃণমূলে৷ তারপর তাঁদের সম্পর্ক নিয়ে একপ্রস্থ নাটকীয় অধ্যায় দেখেছে গোটা বাংলা৷ সেই সুজাতা ফের ফিরছেন বাঁকুড়ায়৷
জয়পুর ব্লকের তিনটি জেলা পরিষদ আসনের মধ্যে একটিতে প্রার্থী করা হয়েছে সুজাতাকে। এখন দেখার বিষয় জিততে পারেন কিনা সুজাতা৷ একুশের বিধানসভার আগে তৃণমূলে যোগ দেওয়া সুজাতাকে আরামবাগ বিধানসভায় প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আরামবাগে বিজেপির দাপটের সামনে মাথা তুলতে পারেননি সৌমিত্রর প্রাক্তন স্ত্রী। ভোটের দিন বাঁশ নিয়ে তাঁকে তাড়া করেছিল বিজেপির লোকজন। মাঠের পর মাঠ প্রাণ হাতে করে সেদিন ছুটতে হয়েছিল সুজাতাকে৷ অবশেষে একটি গ্রামে ঢুকে কোনওরকমে রক্ষা পেয়েছিলেন তিনি।
সৌমিত্রর সঙ্গে তাঁর বিচ্ছেদকে বরাবরই হাতিয়ার করতে চেয়েছে তৃণমূল। বিভিন্ন জেলায় ছোট-বড় কর্মসূচিতে সুজাতার উপস্থিতি চোখে পড়ে৷ ধীরে ধীরে তৃণমূলের অন্যতম বক্তাও হয়ে উঠেছেন তিনি। কয়েক মাস আগে বাঁকুড়ায় সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও মঞ্চে বক্তব্য রেখেছিলেন সুজাতা৷ সেই সময় সৌমিত্রকে খোঁচা দিয়ে অভিষেক বলেছিলেন, ‘ঘরের লক্ষ্মীকে সামলে রাখতে পারে না তাঁর আবার বড় বড় কথা!’
উনিশের লোকসভা ভোটের সময়ে আইনি জটিলতায় জেলায় ঢুকতে পারেননি সৌমিত্র। সেই সময়ে স্বামীর হয়ে প্রচার করেছিলেন এই সুজাতাই। তারপর হঠাৎ করেই তৈরি হয় মতবিরোধ৷ তৃণমূলে যোগ দেন সৌমিত্রর প্রাক্তন জায়া। এবার তাঁকে বাঁকুড়া জেলা পরিষদের প্রার্থী করল তৃণমূল৷ এখন দেখার সুজাতা জিততে পারেন কিনা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>