পঞ্চায়েত প্রচারে ঝড় তুলতে তৈরি তৃণমূলের স্পেশ্যাল ৫০! বিরাট চমক শাসক দলের

পঞ্চায়েত প্রচারে ঝড় তুলতে তৈরি তৃণমূলের স্পেশ্যাল ৫০! বিরাট চমক শাসক দলের

কলকাতা: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে পুরোদস্তুর প্রচার মদানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে এই প্রচার। কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের কায়দায় চলবে এই প্রচার। পঞ্চায়েত নির্বাচনে তারকা প্রচারকদের নিয়ে প্রচারে ঝড় তুলবে শাসক দল। কোমর বাঁধছে তৃণমূলের ‘স্পেশ্যাল ৫০’৷ স্বাভাবিকভাবেই তালিকার প্রথমে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এছাড়াও দেখা যাবে অভিনেতা দেব, মিমি, সোহম, রাজ চক্রবর্তী, নুসরতদের।

আজ, পঞ্চায়েতের আনুষ্ঠানিক প্রচারের সূচনাপর্বেই ১০ মন্ত্রী, দুই সাংসদ-সহ একাধিক সাংগঠনিক মুখ ময়দানে নামতে চলেছে। পাশাপাশি প্রচারে অভিনবত্ব আনতে সকাল থেকে প্রচার শুরু হয়েছে শিয়ালদহ স্টেশনে৷ শাসকদলের স্লোগান- ‘গ্রামের ভোটে, মহানগর পাশে’৷ 

প্রথম দিনের প্রচারে যে সব হেভিওয়েট নেতারা পথে নামছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, সুজিত বোস, পার্থ ভৌমিক, স্বপন দেবনাথ, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী ও শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া প্রচারে দেখা যাবে সৌগত রায়, শান্তনু সেনকেও। প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষ, সায়ন্তিকা, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ একাধিক উল্লেযোগ্য মুখ।

প্রথম দিনে প্রচার চলবে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, রাণাঘাট, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ-সহ একাধিক জায়গায়৷ তৃণমূল সূত্রে খবর, আজ থেকে শরু করে আগামী ৬ জুলাই পর্যন্ত লাগাতার ভোটের প্রচার চলবে৷ প্রচারের স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্যস্ততম দুই স্টেশনকেও৷ 

হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন৷ তাঁদের অধিকাংশই পঞ্চায়েতের ভোটার। তাই এই দুটি স্টেশনে ৩ দিন করে প্রচার হবে। হাওড়ার দায়িত্বে থাকছেন অরূপ রায়৷ সকালে সভার পাশাপাশি হবে জনসংযোগ৷ বিকেলে হবে জনসভা। সকাল ৮টা থেকে সকাল ১০টা ও সন্ধ্যায় ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচার হবে।