আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা! শীঘ্রই ডেকে জিজ্ঞাসাবাদ?

TMCP leader under CBI scanner আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে চলে এলেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। তাঁর নাম আশিস…

TMCP leader under CBI scanner Primary Recruitment Scam CBI Municipal Recruitment Scam

TMCP leader under CBI scanner

আরজি কর কাণ্ডে নয়া মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নজরে চলে এলেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। তাঁর নাম আশিস পান্ডে। তাঁর বিষয়ে খোঁজখবর শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে ৯ আগস্ট যেদিন সেমিনার রুম থেকে নির্যাতিত তরুণির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেদিন রাতে সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিলেন তিনি। সেই হোটেল থেকে নথি চাওয়ার পর বৃহস্পতিবার তা হাতে পেয়েছে সিবিআই। (TMCP leader under CBI scanner)

কথা রেখে জরুরি পরিষেবা দেওয়া শুরু জুনিয়র ডাক্তারদের, চেনা ছন্দে আরজি কর Junior doctors resume duty

CBI investigation

আরজি কর হাসপাতালের হাউস স্টাফ আশিস। তিনি আবার হাসপাতালের টিএমসিপি ইউনিটের সভাপতিও। আশিস আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন বলে সিবিআই মনে করছে। সিবিআই জানতে পেরেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আশিস। আরজিকর কাণ্ডের সঙ্গে আশিস যুক্ত কিনা, তিনি ঘটনার ব্যাপারে কতটা জানেন, তা নিয়ে খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা।

CBI RG kar
সিবিআই

আমেরিকার উদ্দেশে রওনা মোদীর, কোয়াড বৈঠক-সহ তিনদিনের গুচ্ছ কর্মসূচি

RG Kar case update

সল্টলেকের যে গেস্ট হাউসে সেদিন আশিস ছিলেন সেখানকার রেজিস্টার বুকের তথ্য অনুযায়ী তিনি ৯ আগস্ট গেস্ট হাউসে ওঠার পর ১০ আগস্ট বেরিয়ে গিয়েছিলেন। সেই সময়ে আশিসের গতিবিধি খতিয়ে দেখছে সিবিআই। তবে কি এবার আশিসকে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা? সেটা হলে উঠে আসবে আরও নতুন কোনও তথ্য? স্বাভাবিকভাবেই এই জল্পনা শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড! সম্প্রচার নিয়ে বিড়ম্বনা | Supreme Court youtube channel

RG Kar Medical College

ঘটনা হল আরজিকর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পর সিবিআই কিছুদিন আগে গ্রেফতার করেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তবে সিবিআই এই নারকীয় ঘটনার তদন্ত করতে গিয়ে মনে করছে সেখানে বেশ কিছু ‘মিসিং লিঙ্ক’ রয়েছে।

Apolitical RG Kar Movements
RG Kar Movements

ধর্না শেষ, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ, সিবিআইয়ের কাছে বিচার চেয়ে আন্দোলন চলবে Junior doctors end strike

এরপর নানা দৃষ্টিকোণ থেকে তদন্তকে বিচার করে তৎপরতা আরও বাড়ান সিবিআই আধিকারিকরা। সেই সূত্রে বিভিন্ন সময় অনেককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। তাতে সিবিআই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সিবিআই স্ক্যানারে উঠে এল টিএমসিপি নেতার নাম। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।