Tobacco Found in Tirupati Laddu
অমরাবতী: তিরুপতিরর বিখ্যাত শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া লাড্ডুর মধ্যে মিলল তামাক! এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক ভক্ত। তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগ ঘিরে যখন সরগরম গোটা দেশ, ঠিক তখনই উঠে এল এই অভিযোগ৷ ( Tobacco Found in Tirupati Laddu)
প্রসাদে তামাক Tobacco Found in Tirupati Laddu
খাম্মাম জেলার বাসিন্দা দন্তু পদ্মাবতী নামে এক মহিলা জানান, গত ১৯ সেপ্টেম্বর তিরুপতি মন্দিরের প্রসাদমের মধ্যে তিনি তামাক খুঁজে পান। পুজো দেওয়ার পর অন্যান্য ভক্তদের মতো তিনিও পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জন্য প্রসাদ নিয়ে ফিরে আসেন। পদ্মাবতী বলেন, ‘‘আমি লাড্ডু বিতরণ করতেই যাচ্ছিলাম, হঠাৎ লাড্ডুর ভিতর একটি ছোট্ট কাগজে মোড়ানো তামাকের টুকরা দেখে আমি আতকে উঠি৷’’ পদ্মাবতী আরও বলেন, ‘‘প্রসাদ পবিত্র হওয়া উচিত৷ এর মধ্যে এই ধরনের অপবিত্র জিনিস পাওয়াটা হৃদয় ভাঙার মতো।’’
Growing Concerns Among Devotees
এই অভিযোগ সামনে আসার পর তিরুপতি মন্দিরে আসা লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে৷ বিশেষ করে পশুর চর্বি পাওয়ার অভিযোগ ওঠার পর এই উদ্বেগ বহুগুণ বেড়ে গিয়েছে৷ তিরুপতি লাড্ডু বহু তীর্থযাত্রীর জন্য পবিত্রতার প্রতীক, কিন্তু এই সাম্প্রতিক ঘটনাগুলো TTD (তিরুমালা তিরুপতি দেবস্থানমস)-এর গুণমান নিয়ন্ত্রণের উপর সন্দেহ তৈরি করেছে।
Political Implications
প্রসঙ্গত, দিন কয়েক আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন৷ তাঁর অভিযোগ ছিল, জগন্মোহন রেড্ডি সরকারের আমলে তিরুমালার প্রসাদী লাড্ডু বানানোর সময় ঘি-র সঙ্গে পশুর চর্বি মেশানো হত৷ সেই থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও জগনের দল ওয়াইএসআর কংগ্রেস এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷
আরও পড়ুন-
আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা!
‘এক দেশ এক নির্বাচনে’র পর বিজেপির লক্ষ্য লোকসভায় আসন বৃদ্ধি!
সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্ড!
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি!
National: The Tirupati Laddu controversy intensifies as a devotee claims to have found tobacco in the sacred prasad. This shocking discovery comes after allegations of animal fat in the laddus. Read more about the ongoing concerns among devotees and political implications.