উঠোনে খেলছিল একরত্তি, অতর্কিতে ঝাঁপ! ঘাড় ধরে শিশুটিকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ

উঠোনে খেলছিল একরত্তি, অতর্কিতে ঝাঁপ! ঘাড় ধরে শিশুটিকে জঙ্গলে টেনে নিয়ে গেল চিতাবাঘ

জয়পুর: এদিন নিজেরই বাড়ির বাইরেই খেলছিল খুদেটি৷ আচমকাই বাড়ির পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে এক চিতাবাঘ৷ দেড় বছরের শিশুটির উপর অতর্কিতে ঝাঁপিয়ে পরে সেটি। জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায় শিশুটিকে। বাড়ির লোক যতক্ষণে বিষয়টি জানতে পেরে ছুটে আসেন, ততক্ষণে সব শেষ! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের জমওয়ারমগড় এলাকার বাসনা গ্রামে। 

আরও পড়ুন- আদালতের নির্দেশে ছাঁটাই ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম

শুক্রবার বিকালে নিজেরই বাড়ির বাইরে উঠোনে বসে খেলা করছিল দেড় বছরে শিশুটি। বাড়ির পিছনেই ঘন জঙ্গল৷ সেখান থেকে আচমকাই বেরিয়ে আসে একটি চিতাবাঘ। ছোট্ট শিশুটিকে একা পেয়েই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেটি৷ শিশুটির ঘাড় ধরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে চিতাবাঘটি।

শিশুটির কান্না শুনে ছুটে আসেন বাড়ির লোকজন। চিতাবাঘটিকে ধাওয়া করেন তাঁরা৷ জড়ো হয়ে যায় গ্রামের লোক৷ সকলের চেঁচামেচিতে কিঞ্চিৎ ঘাবড়ে গিয়েই বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে ফেলে পালিয়ে যায় বাঘটি। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা আর হল না৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

বন দফতরের আধিকারিক রামকরণ মিনা জানান, খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে এসেছিল চিতাবাঘটি। হাতের কাছে শিশুটিকে পেয়েই আক্রমণ করে সে। একরত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে জমওয়ারমগড়ে৷