ধূপগুড়ি: একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি৷ কিন্তু উপনির্বাচনে আসন ধরে রাখতে পারল না তারা৷ শেষমেশ গেরুয়া শিবিরের হাত থেকে আসন ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। অথচ গত বিধানসভা ভোটে এই ধূপগুড়ি কেন্দ্র থেকেই ১৩০০ ভোটে তৃণমূলকে হারিয়েছিল গেরুয়া দল। উপ নির্বাচনে চার হাজারের কিছু বেশি ভোটে বিজেপির প্রার্থী তাপসী রায়কে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়৷
ধূপগুড়ির জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘ধূপগুড়ির নির্বাচন ঐতিহাসিক নির্বাচন ছিল। বিজেপিকে হারিয়ে ওই আসনে তৃণমূল জিতেছে। ধূপগুড়ির মানুষকে অনেক ধন্যবাদ। সারা দেশেই জোট ‘ইন্ডিয়া’ ভাল ফল করেছে।’’
কিন্তু কেন হারতে হল বিজেপিকে? বিজেপির প্রার্থী তাপসী রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে এসে ঘোষণা করেছিলেন, ধূপগুড়ি মহকুমা হবে। মনে হচ্ছে, সেই ঘোষণার ফলেই মানুষ তৃণমূলকে কিছুটা বেশি ভোট দিয়েছে৷” অভিষেকের সেই নির্বাচনী প্রতিশ্রুতিকে অবশ্য ‘ঢপবাজি’ বলেছেন বিজেপির প্রার্থী।
এদিন ভোটের ফলাফল প্রকাশের পর অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে টুইট করে বলেন, “ঘৃণার রাজনীতি ও ধর্মান্ধতার বদলে ধূপগুড়ির মানুষ উন্নয়নের রাজনীতির পক্ষে ভোট দিয়েছে। সে জন্য তাঁদের ধন্যবাদ। তৃণমূল কর্মীরাও অক্লান্ত পরিশ্রম করেছেন৷ তাঁদের কুর্নিশ। আমরা ধূপগুড়ির সার্বিক উন্নয়নের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখব না।”