বারাসত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার ক্ষেত্রে হ্যাটট্রিক করল তৃণমূল কংগ্রেস। গত দু’বারের মতো এবারও বিনা লড়াইয়ে বারাসত ২ ব্লকের শাসন পঞ্চায়েত দখল করল শাসক শিবির।
বারাসত ২ নম্বর ব্লকের শাসন পরিচিত ভেরির জন্য৷ এখানে রয়েছে বিঘার পর বিঘা ভেড়ি। সেই সব ভেড়িতে চাষ হয় গলদা এবং বাগদা চিংড়ি। এই চিংড়ি চাষে কোটি কোটি টাকার লেনদেন হয়। শাসনের রাজনীতি বরাবরই ঘুরপাক খেয়েছে ভেড়িকে কেন্দ্র করে। লোকমুখে শোনা যায়, ‘ভেড়ি যাঁর, শাসন তাঁর।’ ২০১৩ সালে শাসন পঞ্চায়েতে ছিল ২২ টি আসন। সেবারই প্রথম শাসন পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। ওই বছরে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। ২০১৮ সালেও শাসনে আসন সংখ্যা অপরিবর্তিত ছিল। ওই বছরেও বিরোধী কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসন পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল।
২০২৩ সালে শাসন পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৯। কিন্তু রাজনীতির সমীকরণে থেকে গিয়েছে অপরিবর্তন৷ এবারেও বিরোধীরা প্রা৪থী দিতে পারেনি। বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্রের কথায়, তৃণমূলের সন্ত্রাস আর হুমকির মুখে পড়ে বিজেপি প্রার্থী হতে কেউ সাহস দেখাননি। তাই ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসনে জয়ী হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>