একুশের ভোটে প্রথম জয়ী প্রার্থী তৃণমূলের সমীর পাঁজা

একুশের ভোটে প্রথম জয়ী প্রার্থী তৃণমূলের সমীর পাঁজা

কলকাতা:  এতক্ষণ চলছিল ট্রেন্ড৷ এবার আসতে শুরু করল ফলাফল৷ প্রথম জয়ী হিসাবে নাম ঘোষণা করা হল তৃণমূল প্রার্থী সমীর পাঁজার৷ উদয়নারায়ণপুর থেকে জয়ী হলেন তিনি৷ নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৪ হাজার ৩১১ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- এই মুহূর্তে কারা এগিয়ে, কারাই বা পিছিয়ে গেল দৌড়়ে দেখা নেওয়া যাক

তৃণমূলের এই জয়ের বিষয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন৷ তিনি যে পরিশ্রম করেছেন, তাঁর উপর, বাংলার মানুষের উপর যে আক্রমণ হয়েছে সম্মিলিত ভাবে বাংলার মানুষ তারই প্রতিবাদ করেছে৷ বহিরাগতদের বাংলা দখল করবার যে চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ, অভিষেককে বিদ্ধ করা বাংলার মানুষ ভালো ভাবে নেয়নি৷ এখনও পর্যন্ত যা ফলাফল, সেই ইঙ্গিতই দিচ্ছে৷ বিজেপি’র ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে, সাংসদ, বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা এসেছেন৷ খালি যাওয়া আসা হয়েছে, অর্থ বিলি করা হয়েছে৷ কেন্দ্রীয় সংস্থা দিয়ে কুৎসা করানো হয়েছে৷ আমদের ভাষা ঐক্যবদ্ধের ভাষা, উন্নয়নের ভাষা৷ আজ তারই প্রতিফলন ঘটছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 2 =