কলকাতা: কোনও বিষয়ের উপর গবেষণা করার জন্য স্নাতকোত্তর পাশ করতেই হয়৷ এতদিন এটাই ছিল দস্তুর৷ তবে এবার আর স্নাতকোত্তর পড়ার প্রয়োজন নেই৷ স্নাতক পাশ করলেই পড়া যাবে পিএইচডি৷ ইউজিসির নয়া নির্দেশিকায় তেমনটাই জানানো হল।
আরও পড়ুন- স্কুলের নিরাপত্তা সুনিশ্চিত করতে জারি একগুচ্ছ নির্দেশিকা, দেরিতে হলেও নড়েচড়ে বসছে পর্ষদ
বর্তমান নিয়ম অনুযায়ী, তিন বছর স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে দুই বছর স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হয়। এর পরেই মেলে গবেষণা করার সুযোগ৷ পিএইচডি-র জন্য আবেদন করতে পারেন ছাত্রছাত্রীরা৷ কিন্তু ইউজিসি-র নতুন নিয়ম বলছে, স্নাতকের পর স্নাতকোত্তর স্তরের পড়াশোনা না করলেও চলবে। সরাসরি স্নাতক স্তরের পরেই পিএইচডির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ তবে নয়া নির্দেশিকায় স্নাতক স্তরের পড়াশোনার সময় পদলে যাচ্ছে৷ তিন বছর নয়, বদলে স্নাতক স্তরে চার বছরের কোর্স করতে হবে। সিবিসিএস ( চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) পদ্ধতিতে এই নতুন পাঠ্যক্রমের পড়াশোনা শুরু করা হবে বলে জানা গিয়েছে৷ তবে এখনই পুরোনো স্নাতক স্তরের কোর্সটি বন্ধ হচ্ছে না৷ পুরনো কোর্স বন্ধ করার চিন্তা-ভাবনা নেই কমিশনের। বরং, নতুন কোর্সের পাশাপাশি চালু থাকবে পুরোনো কোর্সও৷ ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলিকে তিন বছর বা চার বছরের পাঠ্যক্রম বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হবে।
