নয়াদিল্লি: একলব্য মডেল আবাসিক স্কুলে আগামী তিন বছরে সাড়ে ৩ লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীর জন্য ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে বলে বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী সীতারামন। মোট ৭৪০ টি স্কুলের জন্য ৩৮,৮০০ শিক্ষক ও সাপোর্ট স্টাফ নিয়োগ করবে কেন্দ্র৷ পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে জোর দেওয়া হয়েছে নয়া বাজেটে৷ এগদিন অর্থমন্ত্রী বলেন, পঞ্চায়েত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতিতে জোর দেওয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হবে। ওষুধ ক্ষেত্রে গবেষণায় বিশেষ প্রকল্প করা হবে। পঞ্চায়েত স্তরে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সংযোগ করা হবে।
আরও পড়ুন- বাজেটে আবাস যোজনার ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, অমৃতকালের প্রথম বাজেটে সমাজের সব স্তরে উন্নয়য়ন পৌঁছবে। সেদিকে জোর দেওয়া হচ্ছে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, দীন দয়ার যোজনা মিশনে গ্রামের মহিলারা ৮১ লক্ষ জনকে জুড়ে বিশেষ অগ্রগতি হয়েছে। জোড় দেওয়া হয়েছে শিশুশিক্ষায়৷ দেশজুড়ে শিশুজের জন্য তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>