Unique Durga Puja theme 2024
কলকাতা: দশ হাতে অস্ত্র তাঁর৷ ত্রিশূল হাতে বধ করছেন মহিষাসুর৷ পাশে তাঁর চার সন্তান৷ ছোট থেকে এই রূপেই দেবী দুর্গাকে দেখে অভ্যস্ত আমরা৷ তবে থিমের ছটায় নানা ভাবে দেবীকে দেখা গিয়েছে৷ তবে মায়ের এই রূপ অনন্য৷ আরজি কর কাণ্ডের ছায়া পড়ল দেবী বন্দনায়৷ লজ্জায় মুখ ঢাকলেন মা৷ হাতে অস্ত্র নেই তাঁর৷ বরং চোখে-মুখে কষ্টের ছাপ৷ (Unique Durga Puja theme 2024)
ভোর দখল Unique Durga Puja theme 2024
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে পথে নেমেছে মানুষ৷ মহালয়ার ভোরেও হয়েছে ‘ভোর দখল’৷ দুপুরে গড়াতে ফের পথে নামেন মানুষ৷ এরই মধ্যে শিরোনাম কাড়ল এই পুজোর থিম৷ দেবী দুর্গার এই অবয়ব সমাজের কাছে যে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে, তা বলাই বাহুল্য৷ কাঁকুড়গাছিতে গেলে দেখে মিলবে এই মাতৃমূর্তির৷ শ্রী শ্রী সরস্বতী ও কালী মাতা মন্দির পরিষদ পুজো কমিটি জানিয়েছে, এবার তাঁদের প্যান্ডেলের থিম লজ্জা।
Bengal: Discover the unique Durga Puja theme of 2024 at Kankurgachi, where the goddess is depicted without weapons, reflecting societal issues. Visit the Shri Shri Saraswati and Kali Mata Mandir for this thought-provoking experience.