গরিবদ-নিম্নবিত্তদের জন্য এবার আসছে নন-এসি ‘বন্দে সাধারণ’ ট্রেন! নয়া উদ্যোগ রেলের

গরিবদ-নিম্নবিত্তদের জন্য এবার আসছে নন-এসি ‘বন্দে সাধারণ’ ট্রেন! নয়া উদ্যোগ রেলের

নয়াদিল্লি: মোদী সরকারের অন্যতম ড্রিন প্রোজেক্ট ‘বন্দে ভারত’৷ দেশের প্রায় ২০টি রুটে ছুটছে এই সেমি হাই স্পিড ট্রেন৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ভাগ্যে এসেছে ৩টি বন্দে ভারত৷ তবে এই এলিট ট্রেনের ভাড়া বেশ চড়া৷ যা সাধারণের সাধ্যের মধ্যে পড়ে না৷ সর্বসাধারণের কথা ভেবেই তাই এবার নন-এসি বন্দে ভারত আনতে চলেছে রেল৷ 

দ্রুত গন্তব্যে পৌঁছতে মোটা ভাড়া দিয়েই বন্দে ভারতে চড়েন উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তরা৷ মধ্যবিত্তরাও অনেকে চেপেছেন৷ কিন্তু বন্দে ভারতের ভাড়া নিম্নবিত্তদের নাগালের বাইরে৷ ফলে এই ট্রেন তাঁদের কাছে স্বপ্ন৷ সেই আবহেই নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল৷ 

জানা গিয়েছে, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই ‘বন্দে ভারতে’র আদলে ‘বন্দে সাধারণ’ চালু করতে চলেছে রেল। এই ট্রেনের কোচগুলি হবে নন-এসি৷ থাকবে স্লিপার ক্লাস৷ দূরপাল্লার যাত্রার জন্য তৈরি করা হবে নয়া রেক৷ জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্ডিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতেই তৈরি করা হবে নন-এসি বন্দে সাধারণ ট্রেনগুলির কোচ। এই ট্রেন তৈরিতে রেলের আনুমানিক খরচ হবে ৬৫ কোটি টাকা৷  উল্লেখ্য, চেন্নাইয়ের এই আইসিএফ-এই তৈরি হয় বন্দে ভারত ট্রেনগুলি। এই ট্রেন তৈরি করতে খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা৷ 

বন্দে সাধারণ ট্রেনগুলিতে থাকবে ২৪টি করে কামরা। ট্রেনের সামনে ও পিছনে মোট দু’টি ইঞ্জিন থাকবে। বন্দে ভারতের মতো যাত্রীজের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে বন্দে সাধারণ ট্রেনেও। পাশাপাশি এই ট্রেন সাধারণ এক্সপ্রেস ট্রেনের থেকে দ্রুত গতিতে ছুটবে বলেই মনে করা হচ্ছে।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + sixteen =